ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
রাজশাহীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহী পুঠিয়‍া উপজেলা থেকে ইউসুফ আলী (২৫) নামে এক যুবকের মরদেহ করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ভাল্লুকগাছি এলাকার একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইউসুফ ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ইউসুফের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) রাকিবুল হাসান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ইউসুফের বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ‍আত্মহত্যা- আম গাছে দঁড়ি পেঁচিয়ে ইউসুফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) মর্গে পাঠানো হয়েছে, জানান রাকিবুল।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।