ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাস চালকের সাজা, খুলনা বিভাগে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বাস চালকের সাজা, খুলনা বিভাগে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট

যশোর: বাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি।

খুলনা বিভাগের ১০ জেলার সব রুটে রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট চলবে।

শনিবার (২৫ ফেব্রুযারি) দুপুরে চাঁচড়া শ্রমিক ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ফেডারেশনের নেতারা এ ঘোষণা দেন।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ফুলু বাংলানিউজকে বলেন, জামির হোসেনের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি এ কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।