ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নড়াইলে মাদক ও জঙ্গি বিরোধী শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
নড়াইলে মাদক ও জঙ্গি বিরোধী শোভাযাত্রা নড়াইলে মাদক ও জঙ্গি বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা

নড়াইল: নড়াইলে পুলিশের উদ্যোগে মাদক ও জঙ্গি বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের মুচিরপোল এলাকা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে এক  সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল), নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল সদর গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

সমাবেশে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন-  নড়াইল জেলাকে মাদক ও জঙ্গি মুক্তকরণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশের কাছে দিতে তিনি সাধারণ জনগণের সহায়তা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।