ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ২৭০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
চাঁদপুরে ২৭০ কেজি জাটকা জব্দ চাঁদপুরে ২৭০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় যাত্রীবাহী ট্রলার থেকে ২৭০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টহল দল পুরাণ বাজার ভুঁইয়ার ঘাটে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মকবুল হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত জাটকাগুলো দুপুরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসকের কোল্ড স্টোরেজে জমা করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।