ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব

গোপালগঞ্জ: নব-নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিকভাবে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব, যাতে সব দল নির্বাচনে অংশ নেয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন বলা যাবে না কে নির্বাচনে অংশ নিবে আর কে নিবে না।

আমাদের চেষ্টা থাকবে যাতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী এবং এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাঈদুল ইসলাম সহিদ, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদপুর মোস্তফা ফারুক, গোপালগঞ্জের জেলা  প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমদ হোসেন মির্জা, জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী অহিদ্দুজামান, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে নির্বাচন কমিশনারগণ বঙ্গবন্ধু ভবনে যান এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।