ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পল্লবীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, ফেব্রুয়ারি ২২, ২০১৭
পল্লবীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে গলায় ফাঁস দিয়ে স্বর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বাউনিয়াবাদ সি ব্লকের ১০/২৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সে মিরপুরের বাউনিয়াবাদ আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

মৃত স্কুলছাত্রীর ফুপা আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাউনিয়াবাদ বাসার দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতো স্বর্ণা। রাতে সে নিজের রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে স্বর্ণাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১১টার দিকে দায়িত্বরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আত্মহত্যা করার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।