ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে ৪৪৪ মেধাবী পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, ফেব্রুয়ারি ২২, ২০১৭
শরীয়তপুরে ৪৪৪ মেধাবী পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’  শরীয়তপুরে ৪৪৪ মেধাবী পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার ম্যাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার ৪৪৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলা অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায় ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।


 
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর শিরিন সুলতানা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।