ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১  .দুর্ঘটনা কবলিত অটোরিকশা

জামালপুর: জামালপুর সদর উপজেলার ছনকান্দা মথুরাবাড়ি এলাকায় থ্রি-হুইলার দু’টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে লেবু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচয়জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লেবু মিয়ার বাড়ি শেরপুরের কুলুরচর এলাকায়।

আহতদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক এ তথ্য জানিয়েছেন।

এদিকে, জেলার মেলান্দহ উপজেলার আদিপৈত এলাকায় ট্রাক উল্টে চালকসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মেলান্দহ বাজার থেকে সিমেন্ট নিয়ে উত্তর আধিপৈত গ্রামে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি এলে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে ছয়জন গুরুতর আহত হন। আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।