ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বংশালে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বংশালে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বংশাল থেকে শিউলি বেগম (১৯) নামে এক গার্মেন্টকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বংশালের আলুবাজার এলাকার ৪৩নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, শিউলি ওই বাসার দ্বিতীয় তলার একটি রুমে আরো দুই নারীর সঙ্গে ভাড়া থাকতেন।

ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিউলির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই সময় বাসায় অন্য দু’জনকে পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে শিউলির বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
পিএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।