ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে হত্যা চেষ্টার দায়ে এক ব্যক্তির ৮ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ঝালকাঠিতে হত্যা চেষ্টার দায়ে এক ব্যক্তির ৮ বছরের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে হত্যা চেষ্টার দায়ে কমল হাওলাদার নামে এক ব্যক্তিকে আট বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আসামির উপস্থিতিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় দেন।

কমল হাওলাদার সদর উপজেলার খাজুরা গ্রামের সুখরঞ্জন হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ মে রাত ১০টায় একই গ্রামের বিপ্লব মণ্ডলের ছেলে বিকাশকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করেন কমল।   এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়। দণ্ডবিধির ৩২৪ ও ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত কমলকে এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।