ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বাসচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বরিশালে বাসচাপায় নারী নিহত

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় বাসচাপায় নেহারুন বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নেহারুন উপজেলার মাদার্শী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নেহারুন বেগম বাড়ি থেকে ইচলাদী বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। পথে সোনার বাংলা এলাকা দিয়ে তিনি রাস্তা পার হওয়ার সময় বরিশালের চরমোনাইয়ের মাহফিলগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নেহারুন বেগমকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমএস/এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।