ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার খারসুর এলাকায় বাস উল্টে খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢ‍াকা-বান্দুরা সড়কের খারসুর স্কুল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, সুমন (৩৮), কামরুল (৩০), রাবেয়া (৩৫), তারেক (২৫) ও কফিল উদ্দিন (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে যমুনা পরিবহনের একটি বাস গুলিস্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে খারসুর স্কুল মাঠের সামনে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয় ও অতন্ত ১৫ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়া অন্যরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক সুমন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।