ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

কোম্পানীগঞ্জে ৭ দোকানে ডাকাতি, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
কোম্পানীগঞ্জে ৭ দোকানে ডাকাতি, আহত ১

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজারের সাতটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় মাইন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে একদল ডাকাত চৌধুরী বাজারে ঢুকে ফটিক মোল্লা, বাবুল মাস্টার, হারুন সওদাগর, সোহেল, ফারুক হোসেন মাঝি ও একটি স্বর্ণের দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালপত্র লুট করে।

টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে ডাকাতরা মাইন উদ্দিন নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বাংলানিউজকে জানান, ডাকাতদল সাতটি দোকান থেকে নগদ টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।