ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহী পৌঁছেছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
রাজশাহী পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাজশাহী: এক দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাজশাহী পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তিনি রাজশাহী ক্যান্টনমেন্টে আসেন।

হেলিপ্যাডে অবতরণের পর রাজশাহী সেনানিবাসের শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান।

পরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কিছুক্ষণের মধ্যে রাজশাহী সেনানিবাস শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাইন্ডে বিআইআরসি’র দ্বিতীয় বীর পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি সেনাবাহিনীর একটি চৌকস দলের অভিবাদন ও সালাম গ্রহণ করবেন। পর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

ভাষণ শেষে সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী সেনানিবাস ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে রাষ্ট্রপতি বিকেলে ঢাকায় ফিরলেও ভূমিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফরে রাজশাহীতেই থাকবেন বলে ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।