ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ভালবাসা দিবসে পাখির প্রতি ভালোবাসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ভালবাসা দিবসে পাখির প্রতি ভালোবাসা ভালবাসা দিবসে পাখির প্রতি ভালোবাসা

ঝালকাঠি: গাছে গাছে পাখির ঘর বেঁধে দিয়ে ভালবাসা দিবসে পাখির প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে ঝালকাঠির একদল তরুণ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ‘নির্ভয়ে ভালবাসায় বাঁধব পাখির নীড়’ এ স্লোগানে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। এ সময় গাছে গাছে পাখির জন্য ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাড়ি।

‘পাখি প্রেমিক আমরা ক’জন’ এই ব্যানারে আয়োজিত কর্মসূচির উদ্যোক্তারা জানান, ভালবাসা দিবসে ১০১টি হাড়ি ঝুলিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এছাড়া বছর জুড়ে পর্যায়ক্রমে সারা শহরে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা বন কর্মকর্তা জিয়াউল হক, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সহকারী তৌহিদুল ইসলা, সহকারী শিক্ষক শিসিরন শারমিন, উদ্যোক্তা মো. রিয়াজুল ইসলাম উজ্জল, আলি ইমাম অনু, নাইম ইসলাম ও শফিকুর রহমান।

উদ্যোক্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, প্রকৃতির প্রাণ পাখি। পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই তাদের নিরাপদ প্রজনন ব্যবস্থা নিশ্চিত করতে গাছে হাড়ি বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমস্ত প্রাণীদের প্রতি ছড়িয়ে দিতে হবে।

ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, কয়েকজন যুবক পাখির প্রতি যে ভালোবাসা দেখিয়েছে সেটা অতুলনীয়। এ কার্যক্রম সবার মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।