ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চিরিরবন্দরে ট্রাক উল্টে হেলপার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
চিরিরবন্দরে ট্রাক উল্টে হেলপার নিহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া শাহপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের হেলপার কিবরিয়া (২৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। কিবরিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা শহরের উজারিশাহ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

দিনাজপুর দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বাংলানিউজকে জানান, রংপুর থেকে ঠাকুরগাঁও অভিমুখী একটি ট্রাক চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া শাহপাড়ায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর  চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।