ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ফরিদপুরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

ফরিদপুর: মাদক সেবন ও বহনের দায়ে ফরিদপুরে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের শিবালয় থানার মশুরা গ্রামের শের আলীর ছেলে মতিন মিয়া (২৫) ও ফরিদপুরের চরভদ্রাসন থানার চর আমড়ারপুর গ্রামের শেখ মিরাজের ছেলে জামাত ইসলাম (২২)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ওই দুই যুবককে ফরিদপুর শহরের রথখোলা এলাকা থেকে গাজাসহ আটক করে।

তিনি বলেন, পরে আদালতের কাছে তারা মাদক সেবন ও বহনের দায় স্বীকার করেছেন। আদালত তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।