ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বিসিএস লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিসিএস লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক আলম মিয়া

ঢাকা: অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা দিতে গিয়ে আটক হয়ে জেলহাজতে গেলেন মো. আলম মিয়া নামে এক ভ‍ুয়া পরীক্ষার্থী।
 

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মো. আলম মিয়াকে আটক করা হয়। আলমের বাড়ি বগুড়ার সোনাতলায়।


 
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা জানান, আলম পাঁচ অঙ্কের রেজিস্ট্রেশন নম্বরের শেষ অঙ্ক ‘০’কে ঘষামাজা করে ‘৪’ বানান। তিনি নিজেকে আসল পরীক্ষার্থী বলে দাবি করেন। কিন্তু একই রোলের দুইজন হওয়ায় ঝামেলায় পড়ে যান হলের পরীক্ষকরা।
 
পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান টুটুল বাংলানিউজকে বলেন, টেলিটক মোবাইল অপারেটরের সহায়তায় ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়।
 
মোবাইল কোর্টের নির্বাহী মাজিস্ট্রেট ১৫ দিনের সাজার রায় দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
আলম ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে অংশ নিলেও অকৃতকার্য হয়েছিল বলে জানায় পিএসসি।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমআইএইচ/আরআর/বিএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।