ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ১২, ২০১৭
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ঘাটাইল উপজেলার পেঁচারআটা মোড় ও মির্জাপুর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- মির্জাপুর উপজেলার জামুকী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কুদরত ই খুদার ছেলে মীর আহমেদ সুজন (২৮) ও ঘাটাইল উপজেলার রাপুরা গ্রামের বুলবুলের ছেলে শহীদ বক্স (১১)।

শহীদ বক্স ঘাটাইল উপজেলার ধলাপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে শহীদ প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার বাবাকে নিয়ে বের হয়। তারা পেঁচারআটা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাকের নিচে চাপা পড়ে শহীদ ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে, গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মোতালেব বাংলানিউজকে জানান, সকালে সুজন মোটরসাইলে তার মামাতো ভাই মাহিমকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তারা উপজেলার বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে সুজন ঘটনাস্থলেই মারা যায় এবং মাহিম আহত হন।

মাহিমকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।