ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

দেশের উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকা প্রশংসনীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, ফেব্রুয়ারি ১২, ২০১৭
দেশের উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকা প্রশংসনীয়

ঢাকা: দেশের উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশংসা করেন বলেন। সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। আপনাদের কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে তার প্রত্যয়ের কথাও পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।