ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সিরাজগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

সিরাজগঞ্জ: প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়া কেন্দ্র করে সিরাজগঞ্জে আত্মহত্যা করেছে এক প্রেমিক যুগল। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারীরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উত্তর পাড়া মহল্লার মুকুল হোসেনের মেয়ে মুক্তা খাতুন ও রেলওয়ে কলোনির নূরনবীর ছেলে রাব্বী হোসেন সজিব।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।



সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আরজু জানান, রাব্বীর সঙ্গে মুক্তার দীর্ঘদিনের প্রেম চলে আসছিলো। বিষয়টি পরিবার মেনে না নিয়ে মুক্তাকে অন্যত্র বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর স্বামীর বাড়িতে না গিয়ে রাব্বীর সঙ্গে প্রেম চালিয়ে যায়।

বিষয়টি আবারও জানাজানি হলে মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে পরিবার চাপ সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ হয়ে মুক্তা শনিবার রাত ৮টায় বিষপান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রাব্বী তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক শামীম তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিকার মৃত্যু সইতে না পেরে প্রেমিক রাব্বীও রাত ৯টায় বিষপানে আত্মহত্যা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।