ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

গাংনীতে সড়ক দ‍ুর্ঘটনায় আ’লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, ফেব্রুয়ারি ১১, ২০১৭
গাংনীতে সড়ক দ‍ুর্ঘটনায় আ’লীগ নেতার মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সড়ক দ‍ুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল আজিজ গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামের বাসিন্দা ও গাংনী পৌর আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

তার ভাতিজা ব্যবসায়ী মিনারুল ইসলাম আব্দুল আজিজের মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।

গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবুল বাংলানিউজকে জানান, বিকেল ৩টার দিকে আব্দুল আজিজ বাইসাইকেলে করে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহ খালেদা জিয়া মোড়ে একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।