ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, ফেব্রুয়ারি ১০, ২০১৭
সিলেটে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ২০

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকায় ‍এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশার একচালক স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গাড়ি রাখা নিয়ে চালক ও দোকানির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

সংঘর্ষ চলাকালে অন্তত ১৫/১৬টি অটোরিকশা ও ১০/১২টি দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানায় স্থানীয়রা।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বাংলানিউজকে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে বেলা আড়াইটার দিকে শ্রমিক ও ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ লাগে। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত দফায়-দফায় সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনইউ/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।