ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, ফেব্রুয়ারি ১০, ২০১৭
টাঙ্গাইলে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত টাঙ্গাইলে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের খেজুরতলা এলাকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এসএসসি পরীক্ষার্থী জুলফিকার নাঈম রাফি (১৬) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে টাঙ্গাইল-চারাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জুলফিকার সদর উপজেলার বাগবাড়ি গ্রামের নূর আলমের ছেলে।

সে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল বাশার বাংলানিউজকে জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার চরাঞ্চলের তোরাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে অটোরিকশাটি খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়।

এছাড়া এ সময় অটোরিকশা চালকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।