ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, ফেব্রুয়ারি ১০, ২০১৭
কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কলেজছাত্র আকাশ হত্যা মামলার আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে নাটোর জেলার বনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক উপজেলার সোনতলা গ্রামের আনসার আলীর ছেলে।

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার প্রধান আসামি আব্দুল খালেকের ভাই কোবাদ আলী আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলার প্রধান দু’আসামি গ্রেফতার হলো।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ রানা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

২১ জানুয়ারি সোনতলা তফসির মেমোরিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে জিলাপি বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের জের ধরে উল্লাপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আসাদুল হক আকাশকে ২৪ জানুয়ারি পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় কোবাদ ও খালেকসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।