ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

স্পিকারের সঙ্গে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, ফেব্রুয়ারি ১০, ২০১৭
স্পিকারের সঙ্গে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ বৈঠকের ছবি (সংগৃহীত)

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের অন্ধ্র প্রদেশের অমরাবতীতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল উইমেন’স পার্লামেন্টে (এনডব্লিউপি)’ যোগদানের উদ্দেশ্যে বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থান করছেন।

সম্মেলন শুরুর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু তাজ স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গ্রেটওয়ে হোটেল কক্ষে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয় স্মরণ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্পিকার বলেন, ভারতের ‘ন্যাশনাল উইমেন’স পার্লামেন্টের’ এ উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও নারীর সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তিনি এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।