ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে চলন্ত বাসে ছিনতাই, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৪, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রাজধানীতে চলন্ত বাসে ছিনতাই, আহত ২

ঢাকা: রাজধানীর টিকাটুলি থেকে চলন্ত বাসে দুই মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিতাইকারীর ছুরিকাঘাতে ওই দুই ব্যবসায়ী আহত হন।

শুক্রাবার (১০ ফ্রেরুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীরা হলেন- মো. আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০)।

আহত শফিকুল বাংলানিউজকে জানান, কাপ্তান বাজারে তারা মাছের ব্যবসা করেন। ভোরের দিকে তারা দু’জন যাত্রাবাড়ী পাইকারি মাছের আড়ত থেকে মাছ কেনার জন্য বঙ্গভবনের পাশের রাস্তা থেকে একটি বাসে ওঠেন। বাসটি টিকাটুলি যাওয়ার পরপরই বাসের ভিতরে থাকা ৪/৫ জন যুবক তাদের কাছে থাকা টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় টাকা না দেওয়ায় তাদের দু’জনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে সায়েদাবাদ জনপদ মোড়ে এলে চালক-সহকারীসহ সবাই বাসটি ফেলে রেখে পালিয়ে যায়।

সায়েদাবাদে দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজুল আলম বাংলানিউজকে বলেন, শফিকুলের ডান হাতে ও আলমের পেটে ধারালো ছুরির আঘাত রয়েছে।

ধারণা করা হচ্ছে বাসের সহকারী ও চালকের সহযোগিতায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বাসটি আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।