ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

বালিয়াকান্দিতে পরীক্ষায় নকল করায় ১১ ছাত্র ও ১ শিক্ষক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, ফেব্রুয়ারি ৭, ২০১৭
বালিয়াকান্দিতে পরীক্ষায় নকল করায় ১১ ছাত্র ও ১ শিক্ষক বহিষ্কার

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১১ ছাত্র ও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত ছাত্ররা হলো- বহরপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুল ইসলাম, লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের শহিদুল ইসলাম, আশিক খান, মো. সোহেল রানা, রাকিবুল ইসলাম, রিয়াজ হোসেন, শরিফুল ইসলাম, নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সেজান তালুকদার, নলিয়া উচ্চ বিদ্যালয়ের রনি শেখ, চাপড়ী উচ্চ বিদ্যালয়ের রাসেল মিয়া ও শালমারা উচ্চ বিদ্যালয়ে আব্দুল আলিম।

বহিষ্কৃত শিক্ষক হলেন- উপজেলার রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চক্রবর্তী।

বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার বাংলানিউজকে জানান, রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় নয় জন ছাত্রকে নকল করা দেখতে পেয়ে তাদের বহিষ্কার করেন। একইসঙ্গে পরীক্ষা বিধিমালা লঙ্ঘন করার অপরাধে ওই কেন্দ্রের পরিদর্শক বিমল চক্রবর্তীকেও বহিষ্কার করেন।

এছাড়া, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকেও একই অভিযোগে দুই জন ছাত্রকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবীর।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।