ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সিরাজগঞ্জে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন-ছবি:বাংলানিউজ

সিরাজগঞ্জ: সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দ্রুত বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বাজার স্টেশন এলাকায় পৌরসভা রোডে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

ডিফেন্ডার আসলাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, স্বপন চন্দ্র দাস, গোলাম মোস্তলা রুবেল, দিলীপ গৌর ও রিংকু কুণ্ডু।

এসময় বক্তারা শিমুল হত্যার মূল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আসামিদের শুধু গ্রেফতার নয়, দ্রুত বিচার আইনে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।