ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কেরানীগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি আটক কেরানীগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি আটক-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অস্ত্রসহ জসিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর কড়েরগাও এলাকার একটি ছয়তলা ভবন থেকে তাকে আটক করা হয়।

ডিবির পরিদর্শক আবুল বাশারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় তাকে সহযোগিতা করেন এসআই খন্দকার খালিদ হোসেন, বিপুল চন্দ্র দাশ ও সালাহ উদ্দিন।

এসআই রবি চরণ চৌহান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল্লাহপুর এলাকার কড়েরগায়ে জসিম নামে এক ব্যক্তি নিজ হেফাজতে রিভলবার রেখে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার তথ্য অনুযায়ী একটি ফাইল কেবিনেটের ড্রয়ার থেকে বার্মার তৈরি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।