ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবন থেকে জাটকাসহ ২৮ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৬, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সুন্দরবন থেকে জাটকাসহ ২৮ জেলে আটক

বাগেরহাট: জাটকা ইলিশ শিকার ও অবৈধভাবে সুন্দরবনে যাওয়ার অভিযোগে তিনটি ট্রলারসহ ২৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ‘মাঝের চর’ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেদের বাড়ি পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।  

জেলেদের তিনটি ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

জাটকা শিকার আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনটি ট্রলারসহ আটক ২৮ জেলে ও জব্দকৃত জাটকা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন বাংলানিউজকে বলেন, পাস-পারমিট ছাড়া অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ এবং জাটকা শিকার করায় ২৮ জেলেকে আটক করা হয়েছে।  

জব্দকৃত জাটকাসহ ট্রলার ও জেলেদের শরণখোলা আনা হচ্ছে। আটক জেলেদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।