ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৪, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

আশুলিয়া,  সাভার: আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুর সানসিটির মাঠ থেকে একটি ক্রেনবাহী গাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়।

পথে মহাসড়কের শ্রীপুর এলাকায় এলে একটি ট্রাককে ওভার টেক করতে গিয়ে গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। এতে শ্রীপুর থেকে কবিরপুর পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীসহ হাজার হাজার যাত্রী।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।