ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৩, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নিহত নিহত গোলাম হোসেন

ঢাকা: রাজধানীতে ইত্তেফাক মোড়ে চলন্ত বাস উল্টে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় আরো তিনজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জালাল উদ্দিন, শাহিদা ও সুজন।
নিহত মো. গোলাম বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট অ্যাকাউন্স বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় বাসিন্দা।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজ জানান, সকালে দুর্ঘটনাস্থল সড়কের আইল্যান্ডের উপর দাঁড়িয়ে ছিলেন গোলাম হোসেন। এ সময় দ্রুতগতির একটি মতিঝিলগামী ৮ নম্বর বাস ওই আইল্যান্ডের উপর উঠে যায়।

এতে গোলাম হোসেন মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এতে আহত হন তিনজন। বর্তমানে হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তির প্যান্টের পকেটে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭/আপডেট:১৩৪৫
এজেডএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।