ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, ফেব্রুয়ারি ৬, ২০১৭
মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে আহত আহত হাবিব/ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুরে ডেন্টাল কলেজ ছাত্রাবাসে মোবাইল ফোন চুরির অভিযোগে হাবিব (২০) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছেন ছাত্ররা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হাবিব বাংলানিউজকে জানান, তিনি ১০-১২ বছর ধরে ওই ছাত্রাবাসে ডাইনিংয়ে কাজ করেন।

গত ছয় মাস আগে ছাত্রাবাসের ছয়টি মোবাইল ফোন চুরি যায়। ছাত্ররা দীর্ঘ অনুসন্ধান করে হাবিবকে সন্দেহ করে।

পরে রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে ধরে নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষে আটকে রেখে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান। এসময় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়। পরে তার মামাকে খবর দিয়ে আহত অবস্থায় তার কাছে তুলে দেওয়া হয় তাকে।

হাবিবের মামা পারভেজ বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসানের রুম থেকে গুরুতর অবস্থায় হাবিবকে বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ  ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, হাবিবের শরীরে আঘাতের চিহ্ন আছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজেএস/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।