ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক হত্যা ও নির্যাতনের শাস্তি দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সাংবাদিক হত্যা ও নির্যাতনের শাস্তি দাবি সাংবাদিক হত্যা ও নির্যাতনের শাস্তি দাবি

আশুলিয়া, সাভার: সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় নিন্দা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইলে ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’ বার্ষিক সেন্ট্রাল ক্যাম্পিংয়ে এসে তিনি এ দাবি জানান।

সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, ‘আওয়ামী লীগ আধিপত্য বিস্তার নিয়ে এভাবে গোলাগুলি করে যাবে।

আর তার জন্য সাংবাদিককে মৃত্যুবরণ করতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু বিচার আগেও দাবি করেছি, এখনও করছি। অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। অপরাধী যে কোনো দলেরই হোক না কেন। ’

যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ রয়েছে- তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় রিয়াজুল হক বিএনসিসি’র সদস্যদের নৈতিক চরিত্রের উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিকতা ও শৃঙ্খলার মান উন্নয়নের জন্য দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৬৫০ ক্যাডেটসহ ৫০ জন বিটিএফও, পিইউও, টিইউও অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।