ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে তিন স্কুলছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সুন্দরগঞ্জে তিন স্কুলছাত্র নিখোঁজ সুন্দরগঞ্জে তিন স্কুলছাত্র নিখোঁজ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার চৌধুরানী বাজার এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ তিন স্কুলছাত্র হলো- সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামিম মিয়া (১৩) ও মিয়া দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)।

তারা হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র।

শিমুলের বাবা বাংলানিউজকে জানান, শুক্রবার শিমুল ও তার দুই বন্ধু চৌধুরানী বাজারে বই কিনতে গিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খুঁজেও তাদের সন্ধান মেলেনি। এসময় তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

তিনি আরও বলেন, এরপর ৪ ফেব্রুয়ারি দুপুরে মোবাইল ফোনে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুয়া গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোবাইল ফোনে আমাকে জানান যে আমার ভাই শরিফুল ইসলামের কাছে তিনি টাকা পান। সেই টাকা আদায় করতে তিনি আমার ছেলে শিমুল ও তার দুই বন্ধুকে অপহরণ করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। পাওনা টাকা আদায় করতেই এ অপহরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।