ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ফুলবাড়িয়ায় দুই ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ফেব্রুয়ারি ২, ২০১৭
ফুলবাড়িয়ায় দুই ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দু’টি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা থেকে রাত অবধি ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরার নেতৃত্বে উপজেলার বাবুগঞ্জ এলাকায় অভিযান চালায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা মেয়াদোত্তীর্ণ, ভেজাল এবং ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মমতাজ মেডিকেলের স্বত্ত্বাধিকারী মো. হায়দার আলীকে (৪৫) ২৫ হাজার টাকা জরিমানা করেন।  

একইভাবে লাইসেন্সবিহীন ওষুধের দোকান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মির্জা মেডিকেলের স্বত্ত্বাধিকারী মির্জা মো. আবুল কালামকে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভেজাল ওষুধ, মেয়াদ উত্তীর্ণ এবং ফিজিসিয়ান স্যাম্পল ওষুধের প্রায় ৪ লাখ টাকার ওষুধ জব্ধ করে ধ্বংস করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমএএএম/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।