ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

মশারির গোডাউন থেকে আগুনের সূত্রপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ফেব্রুয়ারি ২, ২০১৭
মশারির গোডাউন থেকে আগুনের সূত্রপাত

ঢাকা: রাজধানীর জাকের সুপার মার্কেটে আগুনের সূত্রপাত একটি মশারির গোডাউন থেকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আর প্রায় ১ ঘণ্টার এই আগুনে মার্কেটের চারটি দোকান পরিপূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তানে ৫ তলা জাকের সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মার্কেটের ব্যবসায়ী আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, আগুন লাগার সময় পূর্ব পাশে আমার জুতার গোডাউন বন্ধ করছিলাম। তখন দেখলাম তিন তলার পশ্চিম অংশে একটি মশারির গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে সেখানে গিয়ে দেখি মশারিতে আগুন। প্রথম দিকে আমরা আগুন নিভানোর চেষ্টা করলেও তা দ্রুত বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তৈরি পোশাক ব্যবসায়ী মো. মোহসিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার দোকান বন্ধ করছিলাম। এ সময় শুনতে পাই তিন তলায় গোডাউনে আগুন লেগেছে। পরে সেখানে দ্রুত গিয়ে দেখি আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, তিন তলার পশ্চিম পাশের একটি মশারির গোডাউনে প্রথম আগুন লাগে। পরে পাশে থাকা কাপড় ও জুতার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।

এই মার্কেটের ব্যবসায়ী জালাল উদ্দীন জানান, আগুন লাগার সাথে সাথে তা দ্রুত ছড়াতে শুরু করে। তিন তলায় প্রথমে আগুন লাগলেও এটি চার তলাতেও ছড়িয়ে যায়।

তৃতীয় ও চতুর্থ তলায় কমপক্ষে ৫০০ দোকানের মধ্যে প্রায় ১৫০ দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের বলেন, খবর পেয়েই ১০ মিনিটের ভেতর আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। ঢাকা শহরের বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, তিন থেকে চারটি দোকান পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, আগুনের ধোঁয়ায় শতাধিক দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

রাত সাড়ে আটটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান দেখতে আসে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
পিএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।