সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলন-২০১৭ বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের- ছবি: দীপু মালাকার
ঢাকা: ইসি পুর্নগঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা মিডিয়ায় প্রকাশ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলন-২০১৭ এর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
ওবাদুল কাদের বলেন, ইসি পুনর্গঠন রাষ্ট্রপতির এখতিয়ার।
তিনি বিভিন্ন দলের সঙ্গে কথা বলে সার্চ কমিটি গঠন করেছেন। আমরা সার্চ কমিটির কাছে নামের প্রস্তাব দিয়েছি। এখন সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে কোন ১০টি নাম সুপারিশ করবে এটা তাদের এখতিয়ার। তবে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা মিডিয়ায় প্রকাশ হওয়া উচিত নয়। রাষ্ট্রপতি যখন নাম প্রকাশ করবেন তখন সবাই জানতে পারবেন।
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েরর স্থায়ী কমিটির সদস্য মো. একাব্বর হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
এমসি/জেডএম
** ‘খারাপ কাজ করলে আমাকেও চলে যেতে হবে’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।