পাররামরামপুর ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী জুয়েল বাংলানিউজকে বলেন, বুধবার রাতে সীমান্তবর্তী পাথরেরচর ও চেংটিমারী গ্রামে ভারত থেকে ৫০-৬০টি বন্য হাতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে প্রায় ৩০ হেক্টর জমির ভুট্টা ও গম ক্ষেত নষ্ট করেছে। হাতির আক্রমন থেকে বাঁচতে এলাকাসী মশাল জ্বালিয়ে, পটকা ফাটিয়ে এবং টিন দিয়ে বাজনা বাজিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে।
তিনি বলেন, হাতির তাণ্ডবে বুধবার রাতে সীমান্তবর্তী ওই দুই গ্রামের সামেজ উদ্দিন, মুসলিম উদ্দিন, লাল চান, আনছার আলী, আবেদ আলী, জহুর আলী, ইউছুব আলী, হাবিবুর রহমান, ইউনুছ আলী ও আজিজসহ প্রায় ৫০ জন কৃষকের ভুট্টা ও গম ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে।
এছাড়া স্থানীয় জনগণকে হাতির আক্রমন থেকে মুক্ত থাকার জন্য নিরাপদ দুরত্বে থাকতে অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/জিপি