বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যেদিয়ে এর উদ্বোধন করা হয়।
নগর ভবনের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম।
অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ শহর বিনির্মাণ ও জননিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে পর্যায়ক্রমে পুরো মহানগর এলাকায়ই সিসিটিভি ক্যামেরা কার্যক্রমের আওতায় আনা হবে। এ জন্য তাদের কাজ চলছে।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এ মহানগরীর মানুষ সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তাই বিশ্বের উন্নত শহরের মতো এখানকার মানুষের নিরাপত্তা ও জীবনমান বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের অন্য শহরের তুলনায় এখানে বসবাসের জন্য খুবই উপযোগী আবহাওয়া বিরাজ করে। ফলে এখানে শান্তির প্রবাহ রয়েছে।
তিনি বলেন, মূলত নগরবাসীর নিরাপত্তা বিধানে রাজশাহী সিটি করপোরেশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ ও গতিশীল করবে। যার সুফল ইতোমধ্যে নগরবাসী পেতে শুরু করেছে। এর ফলে সম্প্রীতি মহানগরীর নওদাপাড়া আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার থেকে হারিয়ে যাওয়া শিশুটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন মেয়র।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, এই উদ্যোগ সত্যিই প্রশংসার। এর ফলে অপরাধ প্রবণতা কমবে, অপরাধী ধরা পড়বে এবং যানজটও নিয়ন্ত্রিত হবে। এই সময় শহরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সিটি করপোরেশনকে সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কমিশনার।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএস/জিপি