ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ধামরাই ও সাভার বংশী নদীর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ২, ২০১৭
ধামরাই ও সাভার বংশী নদীর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ধামরাই ও সাভার বংশী নদীর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাই উপজেলা ভাড়ারিয়া ইউনিয়ন কাকরান ও সাভার ধানসোনা ইউনিয়নের নলাম এলাকায় বংশী নদীর উপর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে এ সেতুর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ৩শ’.৩৩ মিটার দৈর্ঘ্য আয়তনের সেতুটি নির্মাণ করা হবে।

ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সহ সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ ও সাবেক সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফিরোজ কবীর, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকরাম হোসেন, ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী মাহতাব আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আ. গনি, ধামরাই প্রেসক্লাবের সভাপতি মো. বাবুল হোসেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।