বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাটগ্রাম সীমান্তের ৮৪৩ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার এলাকার ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
আটক কাওসার আলী পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (খেংটি) এলাকার সহিদার রহমানের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, কাওসার আলীসহ কয়েকজন রাখাল আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। পরে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও কাওসার আলীকে আটক করে বিএসএফ সদস্যরা।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান করে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ