বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এ আদেশ দেন।
তিনি জানান, সকালে তেলিগাতী বাজারে ব্যাটারিচালিত দু’টি অটোরিকশাসহ চোরাকারবারীদের কাছ থেকে ২০ বস্তা সার জব্দ করে পুলিশ।
অপরদিকে, টেঙ্গা গ্রামের ফসলের মাঠে জুয়ার আসর বসানোর দায়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে ২শ’ টাকা করে ৮শ’ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ