ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

আটপাড়ায় ৬ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, ফেব্রুয়ারি ২, ২০১৭
আটপাড়ায় ৬ জনের জরিমানা

নেত্রকোনা: সার পাচার ও জুয়ার আসর বসানোর দায়ে নেত্রকোনার আটপাড়া উপজেলায় ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এ আদেশ দেন।

তিনি জানান, সকালে তেলিগাতী বাজারে ব্যাটারিচালিত দু’টি অটোরিকশাসহ চোরাকারবারীদের কাছ থেকে ২০ বস্তা সার জব্দ করে পুলিশ।

এসময় দুই চোরাকারবারীকে আটক করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দু’জনকে সাত হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা করে আদালত।

অপরদিকে, টেঙ্গা গ্রামের ফসলের মাঠে জুয়ার আসর বসানোর দায়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে ২শ’ টাকা করে ৮শ’ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।