বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ আদেশ দেন।
এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন ও দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম।
জরিমানার আদেশ প্রাপ্তরা হলেন- মো. নেজা (২৮) ও মো. ইমরান (২২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, মাদক সেবনের সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বিএসকে