বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালীন লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল আরিফ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত নুরুল আমিন তজুমদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ইউএনও সামসুল আরিফ বাংলানিউজকে জানান, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলার সময় কক্ষে দায়িত্বরত শিক্ষক নুরুল আমিন প্রত্যেক শিক্ষার্থীকে নিজের ইচ্ছা অনুযায়ী একই সেটের প্রশ্নপত্র দেন। পরে বিষয়টি টের পেয়ে শিক্ষক নুরুল আমিনকে আটক করা হয়।
পরে এর সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি