ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

গ্রন্থমেলায় দ্বিতীয় দিনে পাঁচ নতুন বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, ফেব্রুয়ারি ২, ২০১৭
গ্রন্থমেলায় দ্বিতীয় দিনে পাঁচ নতুন বই গ্রন্থমেলায় দ্বিতীয় দিনে পাঁচ নতুন বই / ছবি: দেলোয়ার হোসেন বাদল

গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে মোট ৫টি নতুন বই এসেছে। মূলত দ্বিতীয় দিন থেকেই মেলায় পাঠক আর দর্শনার্থীদের ভিড় হয়; হয় কেনাবেচাও। এদিনও যা লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) মেলায় এসেছে একটি গল্পের বই, ২টি কবিতার বই, ১টি ছড়ার বই এবং বিবিধ।

সাদেক সরওয়ার সম্পাদিত কবিতার বই কবিতায় এপার-ওপার বের করেছে অনিন্দ্য প্রকাশ।

যার মূল্য ২৫০ টাকা। একই প্রকাশনী থেকে বেরিয়েছে নবনিতা বসু হকের গল্পের বই ভারতীয় সেরা লেখিকাদের সেরা গল্প। বইটির মূল্য ৮০০ টাকা।

বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের শ্রুতিলিপি নিয়ে ঐতিহ্য প্রকাশনী নিয়ে এসেছে ওঙ্কার সমগ্র। বইটির এবারই প্রকাশিত হয়েছে আর মূল্য ৭৫০ টাকা।

জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়ে এসেছে শিশুতোষ ছড়ার বই ইচ্ছা থাকিলে উপায় হয়। হাসান শহীদের এই বইটির মূল্য ১০০ টাকা। একই প্রকাশনী থেকে আরেকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। আসলাম প্রধানের কবিতার বইটির নাম ছড়ার ভেতর গল্প।

এছাড়াও বাংলা একাডেমি থেকে নতুন ১০১টি বই প্রকাশিত হয়েছে এবারের মেলায়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।