বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) মেলায় এসেছে একটি গল্পের বই, ২টি কবিতার বই, ১টি ছড়ার বই এবং বিবিধ।
সাদেক সরওয়ার সম্পাদিত কবিতার বই কবিতায় এপার-ওপার বের করেছে অনিন্দ্য প্রকাশ।
বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের শ্রুতিলিপি নিয়ে ঐতিহ্য প্রকাশনী নিয়ে এসেছে ওঙ্কার সমগ্র। বইটির এবারই প্রকাশিত হয়েছে আর মূল্য ৭৫০ টাকা।
জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়ে এসেছে শিশুতোষ ছড়ার বই ইচ্ছা থাকিলে উপায় হয়। হাসান শহীদের এই বইটির মূল্য ১০০ টাকা। একই প্রকাশনী থেকে আরেকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। আসলাম প্রধানের কবিতার বইটির নাম ছড়ার ভেতর গল্প।
এছাড়াও বাংলা একাডেমি থেকে নতুন ১০১টি বই প্রকাশিত হয়েছে এবারের মেলায়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমএন/আইএ