টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুই জুয়ারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন- নাসির উদ্দিন নুরু ও জহুরুল।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, বিকেলে পোড়াবাড়ি এলাকায় জুয়ার আসর বসেছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে।
নুরু আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি।
তিনি গত দেড়মাস ধরে উচ্চ আদালতের রায়ে জামিনে রয়েছেন।
আটকের পর নুরু বুকে ব্যাথা অনুভব করলে পুলিশ তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।