সংসদ ভবন থেকে: আগামী সংসদ নির্বাচনে যেকোনো পরিস্থিতিতে বা যেকোনো অবস্থাতেই বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি বলেছেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে যে ভুল করেছে, সেটা মর্মেমর্মে উপলব্ধি করছে। ফলে তারা আগামী নির্বাচনে ১০টি আসন পেলেও সেটা তাদের অর্জন।
দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপির অভিযোগ উত্থাপনের কারণ- আগামী নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না।
আর পারবে না বিধায় শুরুতে অভিযোগটা উত্থাপন করলে নির্বাচন প্রক্রিয়ায় যদি পরাজিত হয় তখন এমন সব বলবে যেন প্রশ্নবিদ্ধ করা যায়।
আব্দুল মান্নান বলেন, বিএনপি যেকোন পরিস্থিতি, যেকোন অবস্থায় নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ আজকে এই সব কিছুর কেন্দ্রবিন্দু সংসদ। আর এই সংসদে তাদের কোনো অবস্থান নেই। নির্বাচনে ১০টি আসন পেলে এটা বিএনপি’র জন্য অর্জন একারণে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে মনে করি।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএম/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।