বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফখরুল আলম সমরকে লিখিতভাবে এ নির্দেশ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী সমরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধও করেন।
ডা. রইছ উদ্দিন খান স্মৃতি সংসদের সভাপতি মবিন উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খানের আবেদন ও এলাকাবাসীর লিখিত দাবির প্রেক্ষিতে এবং স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সুপারিশের পর প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ ।