ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

জিরানী আমতলা সড়ক ডা. রইছ উদ্দিন খানের নামে নামকরণের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ফেব্রুয়ারি ২, ২০১৭
জিরানী আমতলা সড়ক ডা. রইছ উদ্দিন খানের নামে নামকরণের নির্দেশ জিরানী আমতলা সড়ক ডা. রইছ উদ্দিন খানের নামে নামকরণের নির্দেশ-ছবি: বাংলানিউজ

আশুলিয়া, সাভার: আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে পুনরায় নির্মাণাধীন জিরানী-আমতলা সড়ক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট (পরবর্তীতে চেয়ারম্যান) মরহুম ডা. রইছ উদ্দিন খানের নামে নামকরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফখরুল আলম সমরকে লিখিতভাবে এ নির্দেশ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী সমরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধও করেন।


 
ডা. রইছ উদ্দিন খান স্মৃতি সংসদের সভাপতি মবিন উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খানের আবেদন ও এলাকাবাসীর লিখিত দাবির প্রেক্ষিতে এবং স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সুপারিশের পর প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।